বাবা-মায়ের সম্পর্কেটানাপড়েনে ওজন বাড়ে সন্তানের

67

বাবা-মায়ের সম্পর্কে টানাপড়েন কিংবা বিভিন্ন কারণে মাত্রাতিরিক্ত টেনশনের প্রভাব সন্তানের দেহেও পড়ে। আর এ প্রভাবে সন্তানের দেহের ওজন প্রায়ই মাত্রা ছাড়ায় বলে জানা গেছে এক গবেষণায়। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

আর্থিক সমস্যা, পারিবারিক সমস্যা ইত্যাদি কারণে অনেকে পরিবারেই মানসিকভাবে সমস্যা তৈরি হয়। আর এ সমস্যার প্রভাবে সন্তানের দেহের ওজন মাত্রা ছাড়াতে পারে।

গবেষণায় জানা গেছে, পরিবারের এ মানসিক চাপের প্রভাবে ১৮ বছর বয়সে পা দিয়েই সন্তান মোটা হয়ে যেতে পারে।

ইউনিভার্সিটি অফ হাউস্টনের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ড্যাপহে হার্নান্দেজ বলেন, ‘পরিবারের মানসিক চাপ বিশেষ করে পারিবারিক সংকট ও আর্থিক সমস্যা শিশুদের মনে যে প্রভাব ফেলে তাতে শিশু ১৮ বছর বয়সে পা দেওয়ার সময় মোটা কিংবা ওবেসিটিতে আক্রান্ত হতে পারে।’ গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে প্রিভেন্টিভ মেডিসিন জার্নালে।