বিশ্বের প্রাচীন গহনা ঈগলের নখ!

নারীর সৌন্দর্য বর্ধনের অন্যতম অনুষঙ্গ গহনা। শুধু আধুনিককালেই নয়, প্রাচীনকালের নারীদেরও ছিল গহনা প্রীতি। সম্প্রতি গবেষকরা জানান, ১ লাখ ৩০ হাজার বছর আগে প্রস্তর যুগের নারীরাই প্রথম অলংকার পরা শুরু করেন। তারা তখন ঈগলের নখ দিয়ে গহনা তৈরি করতেন। সম্প্রতি মধ্য ইউরোপের ক্রোয়াতিয়ার ক্রাপিনাতে এ ধরনের আটটি নখর-অলংকারের সন্ধান পান গবেষকরা। যেগুলো প্রস্তর যুগের নারীরা গলার হার ও হাতের চুড়ি হিসেবে ব্যবহার করত। গবেষকরা জানান, নিয়ানডালথাররা ঈগলের নখ সংগ্রহ করে সেগুলোকে বিভিন্ন রূপ দিতেন। কেটে পলিশ করে মসৃণ করতেন। ওই নখর- গহনাগুলোতে তাদের এমন কারুকাজের চিহ্ন পাওয়া গেছে। এতে প্রমাণ হয় ওই সময় তারা তখন খুবই বুদ্ধিমান ছিলেন। ওয়েবসাইট।

Scroll to Top