পাঠ‍্যসূচি ও আমরা

মানসুরা মৌ : নারীর ক্ষমতায়ন নিয়ে নানা কথা শোনা যায়,কিন্তু আদৌ গোঁড়া থেকে দূর করার মতন কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কি??
সচেতন থাকতে হবে শিক্ষিত জনগোষ্ঠীর অথচ তারাই আরো ও বেশি অবুঝ!!!!
শিশু বয়স থেকেই বাচ্চাদের অংকের মাধ্যমেই শেখানো হয় নারীর বেতন ৪৫ টাকা ও পুরুষের বেতন ৫০ টাকা হলে ব্লা ব্লা……!!! অসমতার বীজ ছোট বেলা থেকে বপন করে দেওয়া হচ্ছে না??
জাতীয় পাঠ্যপুস্তক বোর্ডের সদস্যবৃন্দের দৃষ্টি হতে এমন ভুল কী করে এড়ায়??

এছাড়াও দুধের মধ্যে পানি মেশানো, সোনার মধ্যে তামা, পেট্রোলের মধ্যে কেরোসিন মেশানোপ্রভৃতি তাদের মন মগজের অংকের মাধ্যমে ঢুকিয়ে দেওয়া হচ্ছে শিশু বয়স হতে!! ভবিষ্যতে যদি সেতু নির্মাণকালে রডের বদলে বাঁশ দেয় তাদের দোষ কী বলুন!! এ তো শৈশবের পাঠ…….!

শিশু বয়স থেকেই সরল, যৌগিক আর চক্রবৃদ্ধি সূদের তীব্রতায়, মনোজগৎ এ লভ্যাংশহীন (স্বার্থহীন) কাজ করার স্পৃহার ধীরে ধীরে মৃত্যু ঘটছে!!!

এই শিক্ষা ব্যবস্থার কিছুটা পরিবর্তন না আনলেই নয়!!
আসবে কি??

Exit mobile version