কামরুজ্জামানের ধর্ষণ নিয়ে বোমা ফাটালেন লেখিকা মিনা ফারহা

কামরুজ্জামানের ধর্ষণ নিয়ে বোম ফাটালেন লেখিকা মিনা ফারাহ।

আজ ফেসবুক স্ট্যাটাসে লেখিক মিনা ফারাহ লেখেন, তিনি শেরপুরের মেয়ে, ১৯৮০ সাল পর্যন্ত শেরপুরেই ছিলেন, আজ ১৯ বছর পর জানতে পারলেন, কামরুজ্জামান এক বিরাট ধর্ষক।

এটা যদি সত্যিই হত তাহলে তাহলে আমার দেশের বাড়ি শেরপুরে শুধু ধর্ষিতা নারী আর বিধবা থাকত।

ফেসবুক ষ্ট্যাটাসে তিনি তুহিন আফরোজকে শেরপুরে গিয়ে ধর্ষিতাদের সাথে সরাসরি কথা বলতে বলেন। ধর্ষন ধর্ষণ শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে , তুরিন আফরোজ তো একজন মেয়ে মানুষ, তার তো জানা উচিৎ ধর্ষণ কি, এটা কোন আমের আচার নয়।

কামরুজ্জামানের সম্পর্কে আনীত অভিযোগ যদি সত্যিই হত, একজন শেরপুরের মেয়ে হিসাবে আমিই ট্রাইবুলান গঠন হবার আগেই বিচার চাইতাম।
তুরিন আফরোজ যে কাজ পেয়েছে, সে কাজের যোগ্য সে নয়।

তিনি এসময় বলেন, আমার স্ট্যাটাস নিয়ে ট্রাইবুন্যালকে দেখাও, আমি পরোয়া করিনা, কারন যারাই সত্য কথা তাদেরকেই তারা সহ্য করতে পারে না ।mina's fb

Scroll to Top