‘আমরা সৃষ্টি করি আর খালেদা জিয়া ধ্বংস করে’

প্রধানমন্ত্রী ও আ’লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন, আমরা সৃষ্টি করি আর খালেদা জিয়া ধ্বংস করে। ধ্বংসের দিকে তার দৃষ্টি। দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। তখনই আমাদের পিছিয়ে দেয়া হচ্ছে।

বুধবার বিকেলে ঢাকার বিআইসিসি মিলনায়তনে বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা  হল খালেদা জিয়ার রাজনীতি। আমরা স্কুলে বই ফ্রি দিচ্ছি, আর খালেদা জিয়ার হরতালের জন্য ছেলে-মেয়েরা স্কুলে যেতে পারছে না।

প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে সমন জারি করা হয়েছে। তিনি যদি আইন মানতেন তাহলে আদালতে যেতেন। সে মামলা মোকাবেলা করার সাহস নেই। জ্বালাও পোড়াও করে দেশকে ধ্বংস করতে চায়। ছেলের মৃত্যুও তাকে হরতাল থেকে টলায় না। ছেলের জন্য তার দয়ামায়া নেই বলেও উল্লেখ করেন তিনি।

Scroll to Top