আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৩টি ইউনিটের উৎপাদন বন্ধ

যান্ত্রিক ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটের উৎপাদন একযোগে বন্ধ হয়ে গেছে।

বুধবার সকাল ৮টার দিকে ইউনিটগুলোর উৎপাদন বন্ধ হয়ে যায়। এর ফলে জাতীয় গ্রীডে ২৬৪ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হ্রাস পেয়েছে।

বিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলী মো. ইয়াকুব বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে বিদ্যুৎ কেন্দ্রের সুইচ ইয়ার্ডের সাবস্টেশনে ১৩২ কেভি লাইনে ট্রিপ করে। এসময় বিদ্যুৎ কেন্দ্রের চালুকৃত ৬৪ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ২নং ইউনিট, ১৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ৩নং ইউনিট ও ৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন গ্যাস ইঞ্জিন একযোগে বন্ধ হয়ে যায়। এর ফলে জাতীয় গ্রীডে ২৬৪ মে।

Scroll to Top