আশুলিয়ায় ব্যাংক ডাকাতির ঘটনায় আটক ২

ঢাকার অদূরে সাভারের আশুলিয়ার কাঠগড়া এলাকায় বাংলাদেশ কমার্স ব্যাংকের শাখায় দুর্ধর্ষ ডাকাতি ও হত্যার ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য ও অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দিবাগত রাতে টঙ্গির মোল্লা বাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।

শুক্রবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে এগারোটায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

গত মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে ডাকাতদের গুলি ও বোমায় ব্যাংক ম্যানেজার, গ্রাহক ও নিরাপত্তাকর্মীসহ আটজন প্রাণ হারান। ডাকাতদের গুলি, বোমা ও ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছে কমপক্ষে ২০ জন। এছাড়া জনতার গণপিটুনিতে এক ডাকাত প্রাণ হারান।

এ ঘটনায় কমার্স ব্যাংকের দ্বিতীয় কর্মকর্তা ফরিদুল হাসান বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেন।

Exit mobile version