গণজাগরণ মঞ্চের হরতাল চলছে

লেখক-প্রকাশক হত্যা ও হামলার প্রতিবাদে সারা দেশে চলছে গণজাগরণ মঞ্চের ডাকা আধাবেলা হরতাল। এরই মধ্যে রাজধানীর শাহবাগ চত্বরে অবস্থান নিয়েছেন গণজাগরণ মঞ্চের কর্মীরা।

আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে শুরু হয় এ অর্ধদিবস হরতাল। ভোর থেকেই শাহবাগে আসতে থাকেন গণজাগরণ মঞ্চের কর্মীরা। খণ্ড খণ্ড মিছিলের পর সাতটার দিকে সড়কের মাঝখানে অবস্থান নেন গণজাগরণ কর্মীরা। এতে শাহবাগ মোড় দিয়ে সবদিকের যান চলাচল বন্ধ হয়ে যায়।

তবে রাজধানীর অন্যান্য এলাকায় যান চলাচল মোটামুটি স্বাভাবিক রয়েছে।

Scroll to Top