১ আগস্ট থেকে ছিটমহল বিনিময় চুক্তি বাস্তবায়ন হচ্ছে বলে জানা গেছে।
সোমবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ৩১ জুলাই মধ্যরাত থেকে এ বিনিময় শুরু হবে।
মন্ত্রণালয় জানায়, ছিটমহল বিনিময় শুরুর পূর্বে দুই দেশের কর্মকর্তারা ছিট মহল পরিদর্শনে যাবেন।
প্রসঙ্গত, বাংলাদেশের অভ্যন্তরে ভারতের ১১১টি ছিটমহল রয়েছে। অপরদিকে ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ৫১টি ছিটমহল রয়েছে।
ভারতের সংবিধান সংশোধনের পরে এই চুক্তি বাস্তবায়নে আর কোন বাধা থাকে না। চুক্তি অনুযায়ী বাংলাদেশের অভ্যন্তরে থাকা ভারতীয় ছিট মহলের জমির মালিকানা পাবে বাংলাদেশ। অপরদিকে ভারতের অভ্যন্তরে থাকা বাংলাদেশের ছিটমহলের জমির মালিকানা পাবে ভারত।
ছিটমহলে থাকা জনগোষ্ঠীরা নিজেদের ইচ্ছে অনুযায়ী যে কোন দেশে চলে যেতে পারবে। নিতে পারবে নাগরিকত্ব।
![](https://www.gnewsbd.com/files/2015/05/images7.jpg)