তিস্তা চুক্তি না হওয়া সরকারের ব্যর্থতা – বিএনপি

তিস্তা চুক্তি না হওয়াকে সরকারের ব্যর্থতা হিসেবে দেখছে বিএনপি। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও দলটির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, তিস্তা চুক্তি না হওয়া নিসন্দেহে সরকারের ব্যর্থতা।

মঙ্গলবার দুপুর সোয়া ১২ টার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।

ড. রিপন বলেন, গণমাধ্যমে প্রকাশিত খবরের মাধ্যমে জেনেছি যে, ভারতনের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের সময় কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। স্বচ্ছতার জন্য এসব চুক্তি বিষয় জনসম্মুখে প্রকাশ করতে আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. রিপন বলেন, নিসন্দেহে মোদির সফরকে আমরা স্বাগত জানিয়েছি এবং এসফর সহযোগিতার নতুন দ্বারা উম্মোচন করবে।

তিনি বলেন, দমন-পীড়ন চালিয়ে সরকার ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে। দমন-পীড়ন বন্ধ করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসতে এবং একই সঙ্গে আটককৃত বিএনপি নেতাদেরকে রমজানের আগেই মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

Exit mobile version