নাছির উদ্দিন পিন্টুর জানাজা সম্পন্ন

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নাসিরুদ্দিন আহমেদ পিন্টুর নামাজে জানাযা সম্পন্ন হয়েছে। জানাযায় দলীয় নেতাকর্মীসহ বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে। জানাযা শেষে তার লাশ পুরনো ঢাকার লালবাগের বাসায় ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। আজ বাদ আসর আজিমপুর কবরস্থানে বাবার কবরে তাকে দাফন করা হবে।

এর আগে, বেলা ১১টা ৪০ মিনিটে পিন্টুর কফিনে দলের পক্ষ ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। এরপরই শ্রদ্ধা জানান বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় সেখানে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

এর আগে বিএনপি নেতা নাসিরুদ্দিন পিন্টুর লাশ আজ ভোর পৌনে ৬টায় তার লালবাগের বাসায় পৌঁছে। এ সময় তার লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন তার স্ত্রী নাসিমা আক্তার কল্পনা, মা হোসনে আরা বেগমসহ আত্মীয়স্বনজরা। পিন্টুর ছোট ছেলে নাহাম বাবা বাবা বলে চিৎকার করে কাঁদতে থাকে।

এর আগে গত রাত ১২টার দিকে রাজশাহী থেকে লাশ নিয়ে রওয়ানা হন তার স্বজনরা। সেখানে পিন্টুর প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।

Scroll to Top