‘প্রাণভিক্ষা চান নি’ কামারুজ্জামান

বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামান রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাননি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ সন্ধ্যায় বিবিসিকে এই তথ্য জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। বিবিসি তাদের খবরে বলেছে, বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামান রাষ্ট্রপতির কাছে ‘প্রাণভিক্ষা চাননি’ বলে বিবিসি বাংলাকে ইঙ্গিত দিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, “খুব সম্ভব উনি প্রাণভিক্ষা চান নি।” তিনি জানান, কামারুজ্জামানের ইচ্ছা অনুসারে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। আজকে কালকের মধ্যেই এসম্পর্কে জানতে পারবেন। তবে কবে তার ফাঁসি কার্যকর করা হবে সে বিষয়ে তিনি কিছু বলতে রাজি হন নি।

এর আগে গতকাল বৃহস্পতিবার সকালে কামারুজ্জামানের সঙ্গে দেখা করে বের হয়ে আসার পর তাঁর আইনজীবী শিশির মনির সাংবাদিকদের বলেন, ক্ষমা চাওয়ার ব্যাপারে তিনি ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। তিনি তাঁর সিদ্ধান্তের কথা কারা কর্তৃপক্ষকে জানাবেন।

Exit mobile version