মালিতে বন্দুকধারীদের গুলিতে বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

আফ্রিকার দেশ মালিতে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে জাতিসংঘের এক শান্তিরক্ষী নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। মালিতে জাতিসংঘ পরিচালিত মিশন এমআইএনইউএসএমএ’র একটি সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, হতাহত দুই শান্তিরক্ষী বাংলাদেশের নাগরিক। নিহতের নাম নীলকান্ত ‍হাজং এবং আহত সিরাজুল ইসলাম।

বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে ইয়াহু নিউজ মঙ্গলবার বলেছে, সোমবার রাতে রাজধানী বামাকো বিমানবন্দর থেকে দক্ষিণে যাওয়ার সময় একটি গাড়ি থেকে তাদের গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে একজন নিহত ও অপরজন আহত হয়।

মালির নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে খবরে বলা হয়েছে, সোমবার রাতে অজ্ঞাত বন্দুকধারীরা দুই শান্তিরক্ষীকে লক্ষ্য করে হামলা চালায়। এ সময় তারা জাতিসংঘের গাড়িতে ছিলেন।

Exit mobile version