বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মঙ্গলবার সকালে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
কাশিমপুরের ঢাকা কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর জেলার নাসির আহমেদ জানান, রুটিন চেকআপের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সকাল ৮টার দিকে কাশিমপুরের ঢাকা কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে রাজধানী ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (পিজি) পাঠানো হয়েছে।
এদিকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালে পৌঁছেছেন। তাকে সেখানে ভর্তির প্রক্রিয়া চলছে।