মেঘালয় থেকে সালাউদ্দিনের ফোন! দাবি স্ত্রীর

বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ তার স্ত্রীর সঙ্গে ফোন করে কথা বলেছেন।

আজ বেলা দেড়টার দিকে স্ত্রী হাসিনা আহমেদ সাংবাদিকদের এ বিষয়ে নিশ্চিত করেছেন।

দুপুর সোয়া ১২টার দিকে হাসিনা আহমেদ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। প্রায় এক ঘণ্টা ধরে খালেদা জিয়ার বাসভবনে তার সঙ্গে ছিলেন হাসিনা আহমেদ। খালেদা জিয়ার বাসা থেকে বের হওয়ার পর হাসিনা আহমেদ সাংবাদিকদের জানান, তার স্বামী ভারতের কোনো এক স্থান থেকে তাকে ফোন করে কথা বলেছেন। তবে ঠিক কোন স্থান থেকে ফোন করেছেন এবং কি কথা হয়েছে তাদের মধ্যে তা স্পষ্ট করে কিছুই জানাননি হাসিনা।

বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের আগেই সালাহ উদ্দিন আহমেদ স্ত্রীকে ফোন করেছিলেন। আর এ বিষয়টি তখনই নিশ্চিত করেছিলেন খালেদা জিয়ার মিডিয়া উইংয়ের একজন সদস্য।

প্রসঙ্গত, গত ১০ মার্চ রাতে উত্তরা ৩ নম্বর সেক্টরের ১৩-বি নম্বর সড়কের একটি বাড়ির দোতলার ফ্ল্যাটে ঢুকে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা সালাহ উদ্দিনকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেন তার স্ত্রী। বিএনপির পক্ষ থেকেও একই অভিযোগ করা হয়।

Exit mobile version