যুক্তরাষ্ট্র চায় ‘অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত’ ভোট

ঢাকা ও চট্টগ্রামের তিন সিটি করপোরেশন নির্বাচনে ‘অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত’ ভোট নিশ্চিত করতে যথাযথ পদক্ষেপ নিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত মুখপাত্র ম্যারি হার্ফ এ আহ্বান জানান।

এ সময় তিনি আরো বলেন, ‘আমরা মিউনিসিপ্যাল নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানাচ্ছি।’

ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন ভোটের তফসিল ঘোষণার মধ্য দিয়ে দৃশ্যত বাংলাদেশে গত তিন মাসের রাজনৈতিক অস্থিরতার সমাপ্তি ঘটেছে।

নির্বাচনী প্রচার চলাকালে ‘কথা বলার ও সমবেত হওয়ার’ সুযোগ এবং ভোটের দিন ‘অবাধ ও সুষ্ঠু’ পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র।

তিনি বলেন, ‘সব পক্ষের কাছে গণতান্ত্রিক রীতি-নীতি মেনে চলারও প্রত্যাশা করছি আমরা। প্রকৃত অর্থে সহিংতা ও ত্রাস সৃষ্টির কোনো সুযোগ নেই।’

আগামী ২৮ এপ্রিল ঢাকা ও চট্টগ্রামের তিন সিটি করপোরেশনের ভোট হবে।

Scroll to Top