যুবলীগ নেতার গুলিতে আওয়ামী লীগ নেতা গুলিবিদ্ধ

রাজধানীর বংশালের মালিটোলা এলাকায় যুবলীগ নেতাদের উপর্যুপরি গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন স্থানীয় এক আওয়ামী লীগ নেতা।

গুলিবিদ্ধ ওই আওয়ামী লীগ নেতার নাম মো. রিপন (৩৮)।

তিনি ৩৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বলে জানিয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ওই আওয়ামী লীগ নেতা জানান, সোমবার দুপুর সোয়া ১টার দিকে মালিটোলায় বন্ধু ফারুকের ফোমের দোকানে বসেছিলাম। এসময় ৩৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিকের নেতৃত্বে ১৪/১৫ জন আমাকে লক্ষ্য করে গুলি করে। এরপর তারা দোকানে ঢুকে মারধর শুরু করে।

পরে গুরুতর আহত অবস্থায় আমার বড় ভাইসহ স্থানীয়রা আমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

তিনি আরও জানান, সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে অনেকদিন ধরেই তাদের মধ্যে বিরোধ চলছিলো। এর জের ধরেই হত্যার উদ্দেশ্যে তার ওপর হামলা করা হয়েছে।

ঢামেক জরুরি বিভাগের আবাসিক সার্জন (আরএ) রিয়াজ মোর্শেদ জানান, রিপনের হাতে ও পায়ে শর্টগানের গুলি পাওয়া গেছে।

ঢাকা মেডিকেল ক্যাম্প পুলিশের ইনচার্জ (এএসআই) সেন্টু চন্দ্র দাস জানান, রিপনের হাতে-পায়ে আঘাতের চিহ্ন রয়েছে।

Exit mobile version