যেকোনো ফল মেনে নেবো, বললেন প্রধানমন্ত্রী

নির্বাচনের যে কোনো ফল মেনে নিতে তার দল প্রস্তুত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বলেছেন, বাংলাদেশে আওয়ামী লীগ সব সময়ই ভোটের ফল মেনে নিয়ে এগিয়ে যায়।

ঢাকা সিটি কলেজের এক নম্বর ভবনে ভোট ঢাকা সিটি কর্পোরেশন (দক্ষিণ) এ ভোট দেওয়ার পর উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, অতীতেও আমরা ভোটের ফল মেনে নিয়েছি।

শেখ হাসিনা বলেন, আমরা জনগণের জন্য রাজনীতি করি, জনগণ যে রায় দেবে সেটাই আমাদের কাছে গ্রহণযোগ্য।

প্রধানমন্ত্রী আরও বলেন, নির্বাচনে জিতলেই কেবল ভোট সুষ্ঠু হয়েছে বলে মনে করে বিএনপি, নইলে আন্দোলনে নামে।

দলটিকে এই মনোভাব পরিহার করে ভোটের যে কোনও ফল মেনে নেওয়ার আহ্বান জানান।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী আরও জানান, কাউন্সিলর প্রার্থী জাকির হোসেন স্বপনের ঘুড়ি, শিরিন গাফ্ফারের পানপাতা আর মেয়র প্রার্থী সাঈদ খোকনের ইলিশ প্রতীকে ভোট দিয়েছেন।

সবাই শান্তিপূর্ণ পরিবেশে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৮টার পরপরই কেন্দ্রের (কেন্দ্র নম্বর- ২৬৫) মহিলা বুথে প্রথম ভোট দেন প্রধানমন্ত্রী।

রাজধানীর ধানমণ্ডি ৫ নম্বর রোডের ৫৪ নম্বর বাড়ি (সূধাসদন) হওয়ায় নির্বাচন কমিশন প্রকাশিত গেজেট অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের ভোটার প্রধানমন্ত্রী।

Exit mobile version