চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির অনেকটা দম্ভক্তি করে সাংবাদিকের উদ্দেশ্যে বলেছেন, আমার সামনে আঁতেলগিরি করবেন না। এই সব তাজ্জব কথা বলার সময় আমার নেই। সাংবাদিকদের চড়াইতে চড়াইতে এতদূর আসছি। আর আমার কাছে মাস্তানি করতে আসছে। সম্প্রতি নির্বাচনে জয়লাভের পর একটি অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিক তার সঙ্গে কথা বলতে গেলে তিনি এসব কথা বলেন। ওই সাংবাদিক নাছিরকে প্রশ্ন করেন, ‘সিটি নির্বাচনটা প্রশ্নবিদ্ধ। সাংবাদিকদের কাজে বাধা দেওয়া হয়েছে’— এমন প্রশ্ন শুনেই ক্ষেপে যান নাছির। রেকর্ড হতে থাকা সাংবাদিকের মোবাইল ফোন সেটটি ছুড়ে ফেলেন। উচ্চস্বরে বলে উঠেন, ‘সাংবাদিক চড়াইতে চড়াইতে এতদূর আসছি।’ ‘প্রশ্নবিদ্ধ এই নির্বাচনে জয়ী হয়ে আপনি কি খুশি?’— এমন প্রশ্নের উত্তরে আ জ ম নাছির বলেন, ‘আপনি খুশি? আপনি কোনো কিছু অর্জন করলে কি অখুশি হবেন? এইগুলো কোনো প্রশ্ন হল? আপনি সাংবাদিক, আপনি কি টাইপের প্রশ্ন করেন? আপনি যদি কোনো কিছু অর্জন করেন তাহলে খুশি হন কিনা? এইগুলো লেসক্যালিবারির জার্নালিজম, না হলে ইয়েলো জার্নালিজম। স্ট্যান্ডার্ড প্রশ্ন করেন। যেগুলো দ্বারা মানুষের উপকার হবে। আজগুবি কী প্রশ্ন করেন?’ তিনি রেগে গিয়ে বলেন, আপনার সঙ্গে কোনো কথা নেই, যান। আমার সামনে আঁতেলগিরি করবেন না। এই সব তাজ্জব কথা বলার সময় আমার নেই। প্রশ্ন করতে পারেন না আঁতেলগিরি করেন কেন? সাংবাদিকদের চড়াইতে চড়াইতে এতদূর আসছি। আমার কাছে মাস্তানি করতে আসছে।