রাজধানী ঢাকাসহ সারাদেশের বিভিন্ন স্থানে দফায় দফায় প্রবল ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার বেলা সোয়া ১২ টার দিকে প্রথমে এ ভূমিকম্প শুরু হয়। পরে রাজধানীসহ সারাদেশে বেলা ১২ টা ৫০ মিনিট পর্যন্ত কয়েক দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। ৭ দশমিক ৫ মাত্রায় এ ভূমিকম্প হয়েছে বলে জানা গেছে আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে। এতে আতঙ্কিত হয়ে ঢামেকের ৫ তলা ভবন থেকে লাফিয়ে পড়ে জাহিদা (১৯) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। পাবনায় আতঙ্কে এক নারীর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। ময়মনসিংহের ধোবাউড়ার কালিকাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদ ধসে এক ছাত্রের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় রাজধানীর তেজগাঁও এলাকায় একটি বহুতল ভবনে ফাটল দেখা দিয়েছে বলে জানা গেছে। শাখারি বাজারে ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। কর্মস্থল থেকে নামতে গিয়ে সাভারে প্রায় অর্ধশত আহত হয়েছেন। কুমিল্লার একটি পোশাক কারখানার ভবন থেকে নামতে গিয়ে অর্ধশতাধিক আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রাশাসনিক ভাবনে ফাটল দেখা দিয়েছে। ক্রমেই বিভিন্ন এলাকায় থেকে ক্ষয়ক্ষতির খবর আসতে শুরু করেছে।