বিএনপি-জামায়াতের টানা ৯২ দিনের সহিংসতায় জ্বালাও-পোড়াওয়ের অভিযোগে সালাহউদ্দিন আহমেদকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিএনপির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র সালাহউদ্দিন আহমেদ পর্দার আড়ালে থেকে জ্বালাও-পোড়াওয়ের নির্দেশ দিতেন। তাকে আমরা এমনিতেই খুঁজছিলাম। প্রতিঘণ্টায় সালাহউদ্দিন তার অবস্থান পরিবর্তন করতেন। তারপর কিভাবে তিনি শিলংয়ে গেছেন। এ বিষয়টি প্রশ্নবিদ্ধ।
তিনি বলেন, দীর্ঘ ৬২ দিন নিখোঁজ থাকার পর বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদকে ভারতের শিলংয়ে পাসপোর্টবিহীন অবস্থায় উদ্ধার করে সেখানকার পুলিশ। তারপর থেকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেয় সরকার।
এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তাকে ভারত যদি এমনিই ফিরয়ে দেয়, তাহলে তাকে এখনই ফিরিয়ে আনা হবে। আর যদি তারা কিভাবে গেলো তা যাচাই করে বিচার করে, তাহলে তার পরে (ভারতের বিচারের পর) ফিরিয়ে আনা হবে।
‘তবে বাংলাদেশে ফিরিয়ে এনে আইনি প্রক্রিয়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’- বলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী