সিরাজগঞ্জে কথিত বন্দুকযুদ্ধে শিবিরকর্মী নিহত

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় পুলিশের গুলিতে আনিছুর রহমান (১৮) নামে এক শিবির কর্মী নিহত হয়েছেন। তবে পুলিশের দাবি বন্দুকযুদ্ধে আনিছুরের মৃত্যু হয়েছে।

রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বন্দুকযুদ্ধের সময় আনিছুর গুলিবিদ্ধ হয়।

সোমবার ভোর সাড়ে ৫টার দিকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা এ তথ্য নিশ্চিত করেছেন।

Scroll to Top