দুই প্রকাশকের ওপর হামলার প্রতিবাদে সোমবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত সারা দেশে বই বিক্রি বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি।
রোববার (০১ নভেম্বর) সমিতির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া সভা থেকে তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। এর মধ্যে রয়েছে বাংলাবাজারে সংগঠনের প্রধান কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, ২ নভেম্বর কালোব্যাজ ধারণ, মৌন মিছিল, হামলার বিচার চেয়ে ঢাকার জেলা প্রকাশকের কাছে স্মারকলিপি পেশ ও জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি।
সংগঠনের কেন্দ্রীয় ও রাজধানী কমিটির যৌথসভায় এসব কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি আলমগীর শিকদার।
শনিবার প্রকাশনা প্রতিষ্ঠান শুদ্ধস্বর ও জাগৃতির প্রকাশকের ওপর নৃশংস হামলা হয়। এতে জাগৃতির প্রকাশক ফয়সাল আরেফিন দীপন নিহত হন। আর গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি আছেন শুদ্ধস্বরের কর্ণধার আহমেদুর রশীদ চৌধুরী ওরফে টুটুল, আরও দু’জন কবি ও ব্লগার তারেক রহিম এবং রণদীপম বসু।