স্থলসীমান্ত চুক্তি বাংলাদেশের কূটনৈতিক বড় সাফল্য: প্রধানমন্ত্রী

ধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভারতের রাজ্যসভায় স্থলসীমান্ত চুক্তির বিল পাস বাংলাদেশের কূটনৈতিক বড় সাফল্য।

প্রধানমন্ত্রী বলেন, প্রতিবেশী দেশের সাথে ভালো সম্পর্ক বলেই ভারতের কাছ থেকে জমি আদায় করতে পেরেছে আওয়ামী লীগ সরকার।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, মাদক পাচার, চোরাচালান, মানব পাচারের মতো বিষয়গুলো একটি দেশ একা রোধ করতে পারে না। এজন্য প্রতিবেশী দেশের সহায়তাও দরকার হয়।

প্রধানমন্ত্রী বলেন, গত ৯২ দিন দেশের মানুষের ওপর যেই জুলুম অত্যাচার গেল, সেই সময় আপনারা দায়িত্ব পালন করে জনগণের জান মালের নিরাপত্তা দিয়েছেন। জঙ্গিদের অপতৎপরতার বিরুদ্ধে আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে সজাগ থাকারও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

Exit mobile version