ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ৫ শতাধিক ভোট কেন্দ্র থেকে সরকার সমর্থকরা এজেন্টদের বের করে দিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।
নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ এ অভিযোগ করেন।
মাসুদ আহমেদ বলেন, বিএনপি সমর্থিত কোনো এজেন্টকে কেন্দ্রে ঢুকতে দেয়া হচ্ছে না। যারা কেন্দ্রের ভেতরে ছিল তাদেরকে বের করে দেয়া হয়েছে। সবাইকে বের করে দিয়ে সরকার সমর্থকরা সিল মারছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চরম ব্যর্থ হয়েছে। নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে না।
তিনি আরো বলেন, কিছু কিছু নির্বাচনী পর্যবেক্ষকের সুবাদে দলীয় কর্মীদের উপস্থিতি ভোটারদের ভেতর ভয়ের সঞ্চার করছে। ভোটাররা নির্বিঘেœ ভোট দিতে কেন্দ্রে আসতে পারবে কিনা এমন আশঙ্কা করছে বিএনপি। অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।