আইনি প্রক্রিয়ার মাধ্যমেই সালাহ উদ্দিনকে দেশে আনা হবে

বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদ ভারতে আত্মগোপনে ছিলেন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে সালাহ উদ্দিন আহমেদকে দেশে ফিরিয়ে আনা হবে বলেও তিনি উল্লেখ করেন।

বুধবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী বলেন, ‘সে এখন ভারতে অবস্থান করছে। ভারতে যেখানে অবস্থান করছে, তাকে আনতে হলে ভারত সরকারের একটা আইনি প্রক্রিয়া থাকবে এবং আমাদের একটা আইনি প্রক্রিয়া থাকবে। সেখানে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখ্য ভূমিকা নেবে।’

তিনি বলেন, ‘আমরা এখনো অফিশিয়ালি কাগজপত্র হাতে পাইনি। মৌখিকভাবে যেসব খবর পাচ্ছি, তার ভিত্তিতেই কথাগুলো হচ্ছে। আমরা আশা করছি, সবকিছুই হবে। যখনই যেভাবে আসবেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমেই সবকিছু হবে।’

Exit mobile version