আন্দোলন নস্যাৎ করতেই সিটি নির্বাচন : খোকা

২০ দলীয় জোটের চলমান আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্যই সরকার সিটি কর্পোরেশন নির্বাচনের আয়োজন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক ঢাকা সিটি মেয়র সাদেক হোসেন খোকা। সোমবার নিউ ইয়র্কে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ব্যানারে বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে অবিলম্বে পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। নির্বাচনে যাওয়া না যাওয়ার ব্যাপারে বিএনপি চেয়ারপার্সন দলের বিভিন্ন পর্যায়ে মতামত নিচ্ছেন বলেও জানান তিনি। তবে এই বিভক্ত সিটির নির্বাচনে নিজের প্রার্থীতা হবার বিষয়টি নাকচ করে দেন বিএনপির এই সিনিয়র নেতা। সুষ্ঠু নির্বাচন হলে তিনটি নির্বাচনেই বিএনপির প্রার্থীরা বিজয়ী হবেন বলে মনে করেন তিনি। সালাহউদ্দিন নিখোঁজের সাথে সরকার জড়িত দাবী করে খোকা বলেন, দ্রুততম সময়ের মধ্যে সালাহউদ্দিনকে সম্পূর্ণ অক্ষত অবস্থায় ফিরিয়ে দেয়া না হলে বর্তমান অবৈধ সরকারের কর্তাব্যাক্তিদের চরম মাশুল গুনতে হবে। তিনি আরো বলেন, সরকার প্রধান থেকে শুরু করে সরকারের দায়িত্বশীল মন্ত্রী ও নেতারা সালাউদ্দিনকে নিয়ে এমন সব নির্মম উক্তি করে চলেছেন যা বর্তমান অবৈধ সরকারের ভয়ঙ্কর পৈশাচিক চরিত্রের নগ্ন প্রকাশ ছাড়া আর কিছুই নয়। দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরতে গিয়ে বিএনপির এই শীর্ষস্থানীয় নেতা বলেন, ব্যাক্তিবিশেষের সীমাহীন ক্ষমতালিপ্সা লাখো প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতার মূল লক্ষ্য ‘গণতান্ত্রিক রাষ্ট্র’ কায়েমের স্বপ্ন ধুলিস্যাৎ করে দিচ্ছে। সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র বিএনপি সভাপতি আব্দুল লতিফ সম্রাট, সেক্রেটারি জিল্লুর রহমান জিল্লু, সিনিয়র সহ-সভাপতি গিয়াস আহম্মেদ, শরাফত হোসেন বাবু , গিয়াস উদ্দিনসহ যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Exit mobile version