নিজের নিরাপত্তার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করোপরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস। অভিযোগ করেছেন, নির্বাচনী প্রচারণা করতে গিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি।
সোমবার দুপুর ১২টায় মির্জা আব্বাসের নির্বাচনী ইশতেহার পাঠ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আফরোজা এ কথা বলেন।
আফরোজা আব্বাস বলেন, ‘আমি ঢাকার বৌ, আমাকে আপনারা বিশ্বাস করুন প্লিজ, আমাকে নিরাপত্তা দিন। মির্জা আব্বাস মেয়র হতে পারলে ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করবেন।’
নির্বাচনী প্রচারণা চালানোর সময় বাধাপ্রাপ্ত হচ্ছেন অভিযোগ করে তিনি বলেন, ‘নির্বাচনী প্রচরণার সময় সরকার সমর্থকরা আমাদের উপর হামলা করছে। আমাদের নির্বাচনী বহর ছত্রভঙ্গ করে দিচ্ছে। বিএনপি নেতাদের বাসায় গিয়ে আইনশৃঙ্খলা বাহিনী তল্লাশী চালাচ্ছে।’
ভোট ডাকাতি ঠেকাতে নির্বাচন কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা বসানোর আহ্বান জানান তিনি।