আল-কায়দা পরিচয়ে নিলয় হত্যার ‘দায় স্বীকার’

রাজধানীর খিলগাঁওয়ে ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায়কে (৪০) হত্যার দায় স্বীকার করেছে আনসার আল ইসলাম (আল-কায়দা ভারতীয় উপমহাদেশ, বাংলাদেশ শাখা) পরিচয়দানকারী একটি সংগঠন। শুক্রবার বিকেলে ‘আল্লাহর রাসুলকে (সাঃ) কটুক্তিকারী ‘‘নিলয় নীল’’ হত্যাকাণ্ডের দায়ভার গ্রহণ’ শিরোনাম দিয়ে ফেসবুকে পোস্ট করা হয়। এ ছাড়া এই লেখাটি বিভিন্ন গণমাধ্যমেও ওই সংগঠনের পরিচয়ে পাঠানো হয়।
পোস্টটিতে লেখা হয়েছে, ‘আলহামদুলিল্লাহ, আনসার-আল-ইসলাম (আল-কায়দা ভারতীয় উপমহাদেশ, বাংলাদেশ শাখা) এর মুজাহিদিনরা হামলা চালিয়ে আল্লাহ তা’য়ালা এবং তার রাসূলের (তার উপর শান্তি বর্ষিত হোক) দুশমন নিলয় চৌধুরীকে নীলকে হত্যা করেছেন।’
এতে লেখা হয়েছে, ‘মহান আল্লাহর রহমতে এই অপারেশন শুক্রবার ১টা ৪৫ মিনিটে ঢাকার খিলগাঁও এলাকায় সম্পন্ন হয়। আলহামদুলিল্লাহ।’
এই পোস্টে আরও বলা হয়েছে, ‘আমরা আল-কায়দা ভারতীয় উপমহাদেশ, আল্লাহ’র রাসূল (তার উপর শান্তি বর্ষিত হোক) এর সম্মান রক্ষার্থে পরিচালিত প্রতিশোধমূলক এ হামলার সম্পূর্ণ দায়ভার গ্রহণ করছি।’
এই পোস্টের নিচে লেখা রয়েছে ‘মুফতি আবদুল্লাহ আশরাফ, মুখপাত্র, আনাসার আল ইসলামের (আল-কায়দা ভারতীয় উপমহাদেশ, বাংলাদেশ শাখা)।’
খিলগাঁওয়ের গোড়ানে ১৬৭ নম্বর বাসায় ঢুকে নীলাদ্রি চট্টোপাধ্যায় (৪০) নামে এক ব্লগারকে দিনেদুপুরে রামদা দিয়ে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। তিনি নিলয় নীল নামে ব্লগে লেখালেখি করতেন।
ওই বাড়ির পঞ্চম তলার বাসায় স্ত্রীকে নিয়ে থাকতেন নিলয়। দুপুরে কয়েকজন যুবক বাসা ভাড়া নেওয়ার কথা বলে ওই বাড়িতে প্রবেশ করে। এরপর ধারালো অস্ত্র দিয়ে নিলয়কে কুপিয়ে হত্যা করে। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

Exit mobile version