আশুলিয়ার বারইপাড়া এলাকায় মুকুল নামে এক শিল্প পুলিশকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় নুর আলম নামে আরেক পুলিশ গুরুতর আহত হয়েছে। নিহত মুকুলের বাড়ি বগুড়া জেলার শিবগঞ্জের বহুকোলা গ্রামে।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে আশুলিয়ার বারইপাড়া নন্দনপার্ক এলাকার পুলিশ চেক পোস্টে এ ঘটনা ঘটে।
জানাগেছে, বুধবার সকালে একটি মোটরসাইকেলে করে ৩ ব্যক্তি আশুলিয়া থেকে চন্দ্রার দিকে যাচ্ছিলো। বারইপাড়া নন্দনপার্ক এলাকা অতিক্রম করার সময় পুলিশ চেক পোস্টের সামনে মোটরসাইকেল থামাতে বলেন। ওরা মোটরসাইকেলটি থামিয়েই রাম দ্যা দিয়ে পুলিশ সদস্যদেরকে এলোপাতাড়ি কুপাতে থাকে। পরে ফাঁকা গুলি ছুড়ে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে।
এরপর গুরুতর আহতাবস্থায় দুই পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের ডাক্তার দীপঙ্কর মুকুলকে মৃত ঘোষণা করেন। অপর পুলিশ কর্মকর্তা নুর আলমের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।