হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ আহমদ শফীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। এ সময় তিনি হেফাজত আমিরের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
শুক্রবার জুমআর নামাজ শেষে হেফাজত আমিরের দপ্তরে ওই সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। এ সময় নবনির্বাচিত মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভপাতি মোছলেম উদ্দিন আহমদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সহ-সাধারণ সম্পাদক বাবলু সালউদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শরফ আলী ও রাউজান উপজেলা পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব এহেছানুল হায়দার চৌধুরী বাবুল প্রমুখ।
সাক্ষাতের আগে নবনির্বাচিত মেয়র ও তার সঙ্গে থাকা দলীয় নেতাকর্মীরা দারুল উলুম মঈনুল ইসলাম হাটাহাজরী মাদ্রাসার নবনির্মিত মসজিদে জুমার নামাজ আদায় করেন। সাক্ষাৎ শেষে মাদ্রাসার মেহমানখানায় মেয়র ও তার দলীয় নেতাকর্মীরা মধ্যাহ্নভোজে অংশ নেন।