চলতি অর্থ বছরে ইঁদুরে নষ্ট করেছে (২০১৪-১৫) ৭২৩ কোটি ৭২ লাখ ৭ হাজার ৩৫৫ টাকার ধান, চাল ও গম। এক অর্থ বছরেই খেয়েছে ৩ লাখ ৩০ হাজার ১৬৮ মেট্রিক টন ফসল।
রোববার (২১ জুন’২০১৫) সকালে জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এসব তথ্য জানান।
সংসদে মন্ত্রীর দেওয়া তথ্যানুযায়ী ২০১৪-১৫ অর্থ বছরে ২ লাখ ৩৭ হাজার ৭৪৪ মেট্রিক টন ধান নষ্ট করেছে ইঁদুর। যার বাজার মূল্য ৪৩৯ কোটি ৮২ লাখ ৭৯ হাজার ৩৫৫ টাকা। একই সময় ৬২ হাজার ৭৬৪ মেট্রিক টন চাল নষ্ট করেছে ইঁদুরে।
যার বাজার মূল্য ২০০ কোটি ৮৪ লাখ ৪৮ হাজার টাকা। এছাড়াও গম নষ্ট করেছে ২৯ হাজার ৬৬০ মেট্রিক টন। যার বাজার মূল্য ৮৩ কোটি ৪ লাখ ৮০ হাজার টাকা।
ধান প্রতি টন ১৮ হাজার ৫০০, গম ২৮ হাজার এবং চাল ৩২ হাজার টাকা টন মূল্য ধরে এই ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়েছে।