ভারতের সাবেক প্রেসিডেন্ট এপিজে আবদুল কালাম আর নেই। সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় বলে জানায় ভারতের একাধিক সংবাদ মাধ্যম।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৪ বছর।
পিটিআইকে উদ্ধৃত করে বাংলা অনলাইন এই সময় ও টাইমস অব ইন্ডিয়া অনলাইন জানায়, শিলংয়ে এক অনুষ্ঠানে ভাষণ দানকালে বুকের বাঁ দিকে ব্যথা অনুভব করেন আবদুল কালাম। স্থানীয় সময় সন্ধ্যা সাতটা নাগাদ তাকে নিয়ে যাওয়া হয় বেথানি হাসপাতালে। ওই হাসপাতালের চিকিৎসক জন শৈল এই সাবেক রাষ্ট্রপতির মৃত্যুর খবর নিশ্চিত করেন।
তবে একাই চিকিৎসককে উদ্ধৃত করে এনডিটিভি জানায়, হাসপাতালে সাবেক প্রেসিডেন্টকে নিবিঢ় পর্যবেক্ষণে রাখা হয়েছে। অন্য কোনো সূত্র তার মৃত্যুর খবর নিশ্চিত করেনি।
এপিজে আবদুল কালাম ২০০২ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত ভারতের ১১তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।