ক্যামেরনকে হাসিনার উষ্ণ অভিনন্দন

ফের নির্বাচনে জয়লাভ করায় বৃটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (৮ মে) রাতে প্রধানমন্ত্রীর প্রেস উইং গণমাধ্যমকে এ কথা জানায়।

এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘পুনরায় নির্বাচিত হওয়ায় আমি আনন্দের সঙ্গে আপনাকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি।’

ডেভিড ক্যামেরনকে উদ্দেশ্য করে শেখ হাসিনা আরও বলেন, ‘আপনার এই পুনরায় নির্বাচিত হওয়াটা নিশ্চয়ই আপনার বিচক্ষণ নেতৃত্ব প্রকাশ পায়। বিশেষ করে ইউরোপের মধ্যে বৃটিশ অর্থনীতিকে দ্রুত বর্ধনশীল করার স্বীকৃতি এটি।’

Scroll to Top