খালেদার কার্যালয়ে যাচ্ছেন কূটনীতিকরা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করতে আজ মঙ্গলবার বিকেলে তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে যাচ্ছেন ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকরা।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, সোমবার ঢ‍াকা সিটি উত্তরের মেয়র প্রার্থী তাবিথ আওয়ালের পক্ষে নির্বাচনী গণসংযোগ করতে গেলে কারওয়ানবাজারে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। ক্ষমতাসীন দলের লোকজন এ হামলা চালিয়েছে বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। তবে, আওয়ামী লীগের পক্ষ থেকে এঅভিযোগ অস্বীকার হচ্ছে।

Scroll to Top