খালেদার বক্তব্য ‘মিথ্যার ফুলঝুরি’ : প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিজের সংবাদ সম্মেলনে ‘মিথ্যার ফুলঝুরি’ তুলে ধরেছেনে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার গণভবনে নিজের সাম্প্রতিক ইন্দোনেশিয়া সফর নিয়ে ডাকা এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

সিটি নির্বাচনের দুদিন আগে করা খালেদা জিয়ার সংবাদ সম্মেলনের দুই ঘণ্টার ব্যবধানে সংবাদ সম্মেলন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, তিনি (খালেদা জিয়া) মিথ্যার ফুলঝুরি দিয়ে গেছেন। দেশের ভাবমূর্তি নষ্ট করে এখন প্রতিশোধের কথা বলছেন। ২০০৯ সরকার গঠন করার পরে যেভাবে দেশকে বিশ্বের কাছে মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে গেছি এর আগে কি অবস্থা ছিল ? খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন মসজিদ, মন্দির, প্যাগোডায় ভাঙচুর করা হয়। দুর্নীতির কারণে দেশে বিনিয়োগ বন্ধ ছিলো।

এসময় খালেদা জিয়ার নির্বাচনী প্রচারণা ও তার উপর হামলার বিষয়ে ‘অতিরঞ্জিত’ প্রচারণার জন্য গণমাধ্যমের প্রতি আক্ষেপ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

নিজের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবও দেন প্রধানমন্ত্রী।

Scroll to Top