খালেদা আদর্শ লিপি পড়েনি, এজন্য অসৎ সঙ্গ ত্যাগ করেননি

খালেদা জিয়া জীবনে অনেক ভুল করেছেন। জীবনের শুরু থেকে ভুল করেছেন, এখন রাজনৈতিক জীবনে করছেন। এখন তিনি বাড়িতে বসে বসে গান গাইছেন, ‘ভুল সবই ভুল, এ জীবনের পাতায় পাতায় যা লেখা সবই ভুল।’ সে ভুলের খেসারত তাকে দিতে হবে।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে জাতীয় সংসদে প্রস্তাবিত (২০১৫-১৬) অর্থ বছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান একথা বলেন।

মন্ত্রী বলেন, খালেদা জিয়া একদিন দম্ভ করে বলেছিলেন, তিনি বিজয় অর্জন করে বাড়িতে ফিরবেন। কিন্তু আমাদের আন্দোলনের মুখে হার মেনেছেন এবং পরাজিত সৈনিকের মতো তিনি বাড়ি ফিরে গেছেন।

তিনি বলেন, বাল্যকালে আমরা আদর্শলিপি পড়েছিলাম। এতে বলা ছিল অ-তে, আসৎ সঙ্গ ত্যাগ করো। কিন্তু খালেদা জিয়া এ আদর্শ লিপি পড়েননি। এজন্য তিনি অসৎ সঙ্গ ত্যাগ করেননি।

মন্ত্রী বলেন, আজ খালেদা জিয়াকে বলতে চাই, তিনি অসৎ সঙ্গ ত্যাগ করুক; জামায়তকে তালাক দিক। বাংলাদেশের রাজনীতি আরও পরিচ্ছন্ন হবে, আরও অনেক ভালো হবে।’

তিনি আরও বলেন, একদিন আমরা জন্মেছি, একদিন মৃত্যুবরণ করবো। কিন্তু কোনো সন্ত্রাসীর কাছে, জঙ্গিবাদের কাছে আমরা মাথা নত করিনি, করবো না।

Scroll to Top