খালেদা জিয়ার বাসায় আইনজীবীরা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসায় প্রবেশ করেছেন সিটি নির্বাচনকে কেন্দ্র করে গড়ে ওঠা বিএনপিপন্থী আইনজীবীদের কমিটির সদস্যরা।

সোমবার রাত ৯টা ১০ মিনিটে তারা খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় প্রবেশ করেন।

রোববার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে তিনটি কমিটি গঠন করেছেন বিএনপি সমর্থক আইনজীবীরা।

এরমধ্যে বিএনপি সমর্থক মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের পক্ষে নির্বাচন পরিচালনা ও প্রচারণায় কাজ করবে দু’টি কমিটি। নির্বাচনের সার্বিক পর্যবেক্ষণে থাকবে ৩১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি। ঢাকা সিটি জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য নির্বাচনী ফোরাম নামে ওই কমিটির নেতৃত্বে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার।

এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের পক্ষে প্রচারণাসহ সার্বিক সহযোগিতার জন্য গঠিত কমিটির আহ্বায়ক করা হয়েছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেনকে।

অপরদিকে উত্তরে কমিটির আহ্বায়ক করা হয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ও বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে।

Exit mobile version