খালেদা জিয়ার লন্ডনে যাওয়া অনিশ্চিত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডনে যাওয়া অনিশ্চিত। দলের একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, কাল-পরশুর মধ্যে বেগম জিয়ার লন্ডনে যাওয়ার কথা থাকলেও আপাতত তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। খুব শিগগির তিনি লন্ডনে যাচ্ছেন না। চোখের চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার কথা ছিল বিএনপি প্রধানের। এ জন্য গত মঙ্গলবার তিনি ভিসা সেন্টারে গিয়ে ফিঙ্গারপ্রিন্টসহ যাবতীয় প্রক্রিয়া শেষ করেন। আজ তার ভিসা পাওয়ার কথা রয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি বেগম খালেদা জিয়ার লন্ডন সফর স্থগিতের অন্যতম কারণ। গতরাতেই তিনি এ সিদ্ধান্ত নেন। এর আগে তিনি ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের সাথে বৈঠক করেন।

Scroll to Top