খালেদা জিয়া ব্লগার হত্যার পৃষ্ঠপোষক: হাছান মাহমুদ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ব্লগার হত্যার পৃষ্ঠপোষক বলে মনে করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, সম্প্রতি যে ব্লগারদের হত্যা করা হচ্ছে তার মদদদাতা ও পৃষ্ঠপোষক হচ্ছেন খালেদা জিয়া। এ জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত।

আজ দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ওলামা লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

বিএনপি নেতা সালাহউদ্দিন প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়া আন্দোলনের নামে মানুষ হত্যার ঘোষণা করে নিজ কার্যালয়ে অবস্থান করার নাটক সাজিয়ে ছিলেন। এ নাটকের আপাতত শেষ দৃশ্য ছিল সালাহউদ্দিন আহমেদকে ভারতের মেঘালয়ে পাওয়া। তিনি এতোদিন বলে এসেছেন সালাহউদ্দিন আহমেদ আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে আছে।প্রকৃতপক্ষে সালাহউদ্দিনকে লুকিয়ে রেখেছিল বিএনপি। হারিয়ে যাওয়া বিএনপির অন্য নেতাদেরও বিএনপি নেত্রী লুকিয়ে রাখতে পারেন।

Exit mobile version