গাজীপুরে কারখানায় অগ্নিদগ্ধ আরও ১ শ্রমিকের মৃত্যু

গাজীপুরে আগামী ওয়াশিং কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ সাত শ্রমিকের মধ্যে আরও একজন মারা গেছেন। এ নিয়ে ওই দুর্ঘটনায় দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হলো।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল সাড়ে ৮টায় মারা যান শ্রমিক আবুল হোসেন (৫০)। দগ্ধ আরও পাঁচ শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল দ্য রিপোর্টকে জানান, মৃত আবুল হোসেনের শরীরের ৬০ শতাংশ পুড়ে গিয়েছিল। আহদের মধ্যে দুলাল হোসেন নামে আরও এক শ্রমিকের অবস্থাও আশঙ্কাজনক। তার শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে।

মৃত আবুল হোসেন নীলফামারী জেলার জলঢাকা উপজেলার ‍মৃত খোরশেদ উদ্দিনের ছেলে। তিনি গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার চন্দ্রা এলাকার বাস করতেন এবং আগামী ওয়াশিং লিমিটেড কারখানার শ্রমিক ছিলেন।

এর আগে চিকিৎসাধীন অবস্থায় ঢামেক হাসপাতালে ঘটনার দিনই (সোমবার রাত পৌনে ৮টার দিকে) মারা যান রেহানা আক্তার (২৮) নামে এক শ্রমিক।

চন্দ্রা এলাকার আগামী ওয়াশিং লিমিটেড কারখানায় সোমবার সকাল ৬টার দিকে অগ্নিকাণ্ড ঘটে। এ সময় সাত শ্রমিক দগ্ধ হন। পরে তাদের ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন অপর শ্রমিকেরা হলেন- রেহানা আক্তারের স্বামী মোহাম্মদ ইয়াসিন (৪৫), ফজলুর রহমান (২৩), দুলাল হোসেন (২৬), জাহিদুল ইসলাম (৩৪) ও আবদুল মালেক (৩০)।

ডেকো গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আগামী ওয়াশিং লিমিটেডের ইঞ্জিনিয়ার মো. সোহাগ শেখ রুদ্র জানান, সকালে রান্না করার সময় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অপূর্ব বল জানান, বন্ধ কারখানাটির সংস্কার কাজে নিয়োজিত কয়েকজন শ্রমিক কম্প্রেসার রুমে ঘুমিয়েছিলেন। ভোরে সেখানে এক নারী শ্রমিক লাকড়ি দিয়ে চুলায় রান্না করছিলেন। চুলার আগুন কম্প্রেসার মেশিনের গ্যাসের সংস্পর্শে গেলে আগুন ধরে যায়। আগুনে ৭ শ্রমিক দগ্ধ হন।

Exit mobile version