ছাত্রলীগের ভোটগ্রহণ চলছে

ছাত্রলীগের ২৮তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনের ভোটগ্রহণ শুরু হয়েছে।
রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে রবিবার সকাল সাড়ে ১১টায় ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণের শুরুতে ভোট দিতে আসেন রংপুর বিভাগের পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার কাউন্সিলরা।
এর আগে সকাল ১০টা থেকেই দ্বিতীয় অধিবেশন শুরু হয়। শুরুতে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের সঙ্গে আলোচনা করেন সভাপতি বদিউজ্জামান সোহাগ, সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, সম্মেলনের প্রধান নির্বাচন কমিশনার সুমন কুণ্ডু, নির্বাচন কমিশনার মোস্তাফিজুর রহমান মোস্তাক, শেখ রাসেল।
সভাপতি পদে ৬৪ জন প্রার্থীর মধ্যে ৪৯ জন তাদের মনোনয়ন প্রত্যাহার করেন। সধারণ সম্পাদক পদে ১৪৯ জনের মধ্যে ১০৯ জন প্রত্যাহার করেন।
সভাপতি পদে ১৫ জন ও সাধারণ সম্পাদক পদে ৪০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। ছাত্রলীগের ১১১টি ইউনিটের প্রায় তিনহাজার কাউন্সিলর পরবর্তী দুই বছরের জন্য তাদের নেতা নির্বাচন করবেন। কাউন্সিলরা স্বচ্চ ব্যালট বাক্সে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর কবির নানক, খালিদ মাহমুদ চৌধুরী, এনামুল হক শামীম, সুজিত রায় নন্দী, ইকবালুর রহিম, ইসহাক আলী খান পান্না, নজরুল ইসলাম খান বাবু, মাহফুজুল হায়দার রো্টন।

Exit mobile version