জব্বারকে আমৃত্যু কারাদণ্ড দিলো ট্রাইব্যুনাল

index_70284মানবতাবিরোধী অপরাধে অভিযোগ জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য পলাতক ইঞ্জিনিয়ার আব্দুল জব্বারের আমৃত্যু কারাদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণা করেন।

জব্বারের বিরুদ্ধে আনীত ৫টি অভিযোগই প্রমাণিত হয়েছে। ১,২ ৩ ও ৫ নং অভিযোগে তাকে আমৃত্যু কারাদণ্ড এবং ৪ নং অভিযোগে তাকে ২০ বছর কারাদণ্ড ও ১০ লক্ষ টাকা জরিমানা করা হয়।

উল্লেখ্য, তার অনুপস্থিতিতে আজ এ মামলার রায় ঘোষণা করা হয়।
তদন্ত সংস্থার তথ্য অনুযায়ী, পলাতক আবদুল জব্বার বর্তমানে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা প্রবাসী।

Scroll to Top