জামিনে মুক্ত লতিফ সিদ্দিকী

হজ ও তাবলীগ নিয়ে বিতর্কিত মন্তব্য করার দায়ে মামলায় আদালত থেকে জামিন পেয়ে মুক্ত হয়েছেন আওয়ামী লীগ ও মন্ত্রিসভা থেকে বহিষ্কৃত আব্দুল লতিফ সিদ্দিকী। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (পিজি) প্রিজন সেলে চিকিৎসাধীন ছিলেন।

সোমবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল থেকে তিনি মুক্ত হন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ফরমান আলী শীর্ষ নিউজকে তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার বিকলে ৪ টা ৫৫ মিনিটের দিকে তিনি হাসপাতালের প্রিজন সেল থেকে মুক্ত হন।

তবে মুক্তি পেয়ে তিনি কোথায় গিয়েছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রসঙ্গত, গত ২৮ সেপ্টেম্বর নিউইয়র্কে এক অনুষ্ঠানে পবিত্র হজ ও তাবলিগ জামাত এবং প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে বিরূপ মন্তব্য করায় মন্ত্রিসভা ও দল থেকে অপসারিত হন লতিফ সিদ্দিকী। এরপর সারাদেশে তার বিরুদ্ধে ১৭ টি মামলা দায়ের হয়।

Scroll to Top