গাজীপুরে ট্রেনের ধাক্কায় যাত্রীবাহি অটোরিকশার অন্তত ৮ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে তিন শিশুও রয়েছে বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, বেলা আড়াইটার দিকে ঢাকা-জয়দেবপুর রেলরুটের জয়দেবপুর-টঙ্গী স্টেশনের হায়দরাবাদে এ দুর্ঘটনা ঘটে।
জয়দেবপুর স্টেশন মাস্টার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।