তথ্য পাওয়া গেছে, শিগগিরই ধরা হবে খুনীদের: স্বরাষ্ট্রমন্ত্রী

ব্লগার নীলাদ্রি চট্টুপাধ্যায় ওরফে নিলয় হত্যাকাণ্ডের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। খুনীদের শনাক্ত করে অচিরেই গ্রেফতার করা হবে।

শনিবার ফার্মগেটে আডিয়াল ল কলেজে মন্ত্রীকে সংবর্ধনা ও নবীনবরণ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রয়েছে। আপনারা জানেন যে, অনেক ক্ষেত্রে ঘটনা ঘটার আগেই দুষ্কৃতিকারীদের গ্রেফতার করেছে পুলিশ।

এদিকে নিলয় হত্যাকাণ্ডের পর ২৪ ঘণ্টা পার হয়ে গেছে। কিন্তু এখনোও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

রাজধানীর ভাড়া বাসায় ঢুকে শুক্রবার দুপুরে হত্যা করা হয় নীলাদ্রিকে। এবারো পুলিশ উগ্রপন্থীদের সন্দেহ করছে। শুক্রবার সন্ধ্যায় এক ই-মেইল বার্তায় হত্যার দায় স্বীকার করেছে আনসার আল ইসলাম নামের একটি সংগঠন।

Exit mobile version