দাউদকান্দিতে কারচুপির অভিযোগে বিএনপির ভোট বর্জন

ছাত্রলীগ-যুবলীগ কর্তৃক এজেন্টদেরকে বের করে দিয়ে কেন্দ্র দখল ও ভোট কারচুপির অভিযোগ এনে দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হাজী আবুল হাসেম।

শনিবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলা বিএনপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

সাংবাদিক সম্মেলনে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হাজী আবুল হাসেমের প্রধান এজেন্ট বলেন, নির্বাচনে প্রশাসনের সহযোগিতায় ব্যাপক কারচুপি হয়েছে। ভোট শুরু হওয়ার আগেই আমাদের এজেন্টদেরকে কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে। ভোট কেন্দ্র দখল করে নিয়েছে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা।

তিনি বলেন, ভোটারদের হুমকি প্রদান করায় কেউ ভোট দিতে যাচ্ছে না। আ’লীগের এজেন্টরাই ভোট দিচ্ছে। আমরা এ প্রহসনের নির্বাচন বর্জন করছি।

নির্বাচনে ৯৫টি ভোটকেন্দ্রে মোট ভোটার ২ লক্ষ ৩৮ হাজার ৫৪ জন। যার মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১ লক্ষ ১৯ হাজার ও মহিলা ভোটার সংখ্যা ১ লক্ষ ১৮ হাজার ৮০৫ জন।

চেয়ারম্যান পদে মোট প্রার্থী ৬ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছে।

Exit mobile version