নাগরিক কমিটির সংবর্ধনা মঞ্চে প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণসংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়েছে। শুক্রবার বিকেল সোয়া ৪টার দিকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্যে দিয়ে এ অনুষ্ঠান শুরু হয়েছে।
বিকেল ৪টা ১৩ মিনিটে মঞ্চে ওঠেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের রাজ্যসভা ও লোকসভায় বাংলাদেশ-ভারত স্থল সীমান্তচুক্তি পাস হওয়া-সহ জাতীয় জীবনে অসামান্য অবদানের জন্য এই মঞ্চেই প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেবে জাতীয় নাগরিক কমিটি।
সোহরাওয়ার্দী উদ্যানে এই মঞ্চ পরিদর্শনে এসে গতকাল আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম বলেছিলেন, ‘শেখ হাসিনা গণতন্ত্রকে মুক্ত করেছেন। আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন। জঙ্গি দমন করেছেন। তারই নেতৃত্বে সমুদ্র বিজয় হয়েছে। তার দূরদর্শিতার কারণে স্থল সীমান্তচুক্তি বাস্তবায়ন হয়েছে। দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করে তিনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তার এইসব অর্জনে দেশ-বিদেশে প্রসংশিত হয়েছে। তাই আগামী ২৯ মে ৩৪ বছরের অর্জনের জন্য কৃতজ্ঞ বাঙালি জাতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনা দেবে।’

Scroll to Top