আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আগামী দিনে দিন বদলের যে স্বপ্ন, সেই ভিশন বাস্তবায়নের উপযোগী শক্তি হিসেবে কাজ করবে ছাত্রলীগ। কিন্তু সেই ছাত্রলীগের নেতাকর্মীদের প্রথমে নিজেদের বদলাতে হবে।’ শনিবার সকালে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ছাত্রলীগের ২৮তম কেন্দ্রীয় সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। কাদের বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্ব এদেশ ও জাতির জন্য কাজ করছে। আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরবর্তী নির্বাচনের জন্য নয় জেনারশনের জন্য। যদি থাকে তোমার হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ।’ তিনি বলেন, ‘আগামী দিনে দিন বদলের যে স্বপ্ন সেই ভিশন বাস্তবায়নের উপযোগী শক্তি হিসেবে কাজ করবে ছাত্রলীগ। কিন্তু সেই ছাত্রলীগের নেতাকর্মীদের প্রথমে নিজেদেরকেই বদলাতে হবে।’ তিনি আরো বলেন, ‘বাংলাদেশের গত ৪০ বছরের সবচেয়ে দক্ষ, সাহসী ও অভিজ্ঞ প্রশাসকের নাম শেখ হাসিনা। আমরা তার সাথেই আছি এবং থাকবো। এদেশের রাজনীতিতে সততা, আদর্শ ও ঐতিহ্যের পরিবার মুজিব পরিবার।’ ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ আমাদের বিজয়ের অস্ত্র দিয়েছেন। সেই আস্ত্রকে আমাদেরকে রক্ষা করতে হবে।