নির্বাচন কমিশনার শাহনেওয়াজকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ

দক্ষিণ সিটি করপোরেশনের বংশালের সুরিটোলা সরকারি প্রাথমিক স্থগিত হওয়া কেন্দ্র পরিদর্শন করতে গেলে নির্বাচন কমিশনার শাহনেওয়াজের গাড়িতে জুতা নিক্ষেপ করেছে বিক্ষুব্ধ জনতা।

মঙ্গলবার সকাল ৯ টার দিকে ঢাকা বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

প্রিজাইডিং অফিসার শওকত আলী জানান, রিটানিং অফিসারের নির্দেশে ঐ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়।

তবে স্থগিতের কোন কারণ তিনি জানাতে পারেননি। সকাল ৭ টা থেকে ভোটারা ওই কেন্দ্রের বাইরে লাইনে অপেক্ষা করছিলেন। হঠাৎ কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই এ ধরণের সিদ্ধান্তের ফলে প্রিজাইডিং অফিসারের কার্যালয়ের সামনে বিক্ষোভ করে বিক্ষুব্ধ ভোটার ও প্রার্থীরা। এক পর্যায়ে তারা ভাঙচুর শুরু করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে।

পরে নির্বাচন কমিশনার শাহওনেওয়াজ সেখানে পরিদর্শনে গেলে তার গাড়িকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করে বিক্ষুদ্ধ জনতা।

Exit mobile version